২৫ নভেম্বর, ২০১৭ ১১:৩৭

'সাংস্কৃতিক গণহত্যা'র জন্য ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

'সাংস্কৃতিক গণহত্যা'র জন্য ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশের আদিবাসী মানুষের কাছে জনসম্মুখে ক্ষমা চেয়েছেন। বিংশ শতাব্দীর শেষের দিকে আদিবাসী শিশুদের বোর্ডিং স্কুলে ভর্তি হতে বাধ্য করা হয়। পাশাপাশি তাদের পরিবার ও সংস্কৃতি থেকে দূরে রাখা হয়। এসব শিশুদের অনেকে মানসিক ও শারীরিকভাবেও নির্যাতনের শিকার হন।

এটিকে 'সাংস্কৃতিক গণহত্যা' বলেও অভিহিত করা হয়। এর জন্য ২০০৮ সালেও কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ক্ষমা চেয়েছিলেন। এবার ট্রুডো ক্ষমা চাওয়ার পাশাপাশি সাবেক ৯০০ আদিবাসী শিক্ষার্থীদের ৫০ মিলিয়ন কানাডিয়ান ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৯৮০ এর দশকে এসব শিক্ষার্থীদের পরিবার থেকে আলাদা করা হয়েছিল। সূত্র : নিউ ইয়র্ক টাইমস

বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর