২৫ নভেম্বর, ২০১৭ ১৩:১২

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালাল রাশিয়া (ভিডিও)

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালাল রাশিয়া (ভিডিও)

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ংকর সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নতমানের অ্যান্টি ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর আকাশকে নিরাপত্তা দেবে। সঠিকভাবেই মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

সূত্র: মিরর

 

বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর