১১ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৬

গলায় ফুচকা আটকে প্রাণ গেল এক ব্যক্তির

অনলাইন ডেস্ক

গলায় ফুচকা আটকে প্রাণ গেল এক ব্যক্তির

প্রতীকী ছবি

টক ঝাল মসলাদার ফুচকাও শেষমেষ প্রাণঘাতী হল!ফুচকা খেতে গিয়ে বিষম লেগে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে বেঘোরে প্রাণ গেল নরেশ সাচান নামে এক ব্যক্তির। চিকিৎসকদের ধারণা, ফুচকার মসলাদার একটি অংশ তার শ্বাসনালীতে ঢুকে আটকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নরেশের বাড়ি কানপুরের হরবংশপুরে। কাজ সেরে বাড়ি ফেরার পথে সঙ্খারি গ্রামের এক ফুচকাওয়ালার সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। প্রথম দুটি ফুচকা ঠিকঠাকই গলাধঃকরণ করেন। বাদ সাধে তিন নম্বরটি। তৃতীয় ফুচকা মুখে পোরার পরেই নরেশ কাশতে শুরু করেন, স্থানীয় মানুষ তাকে সারিয়ে তোলার অনেক চেষ্টা করেন কিন্তু কাশি থামেনি।

ফুচকাওয়ালার সামনেই জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। চোখে মুখে পানি ছেটানো হলে জ্ঞান ফিরে আসে ঠিকই কিন্তু কথা বলতে পারছিলেন না। এরপরেই তার মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের ধারণা, ফুচকার মসলাদার কোনও অংশ নরেশের শ্বাসনালীতে আটকে যায়, শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয় তার।

চিকিৎসকদের বক্তব্য, বেশিরভাগ মানুষই যেভাবে ফুচকা খান, তা ঠিক নয়। তারা মুখে ফুচকা পোরার সময় ঘাড় পিছন দিকে ঝুঁকিয়ে দেন, যা একেবারে অনুচিত। এর ফলে ফুচকার অংশ শ্বাসনালীতে যখন তখন আটকে যেতে পারে। তাই ফুচকা খেতে হলে তা খাওয়া উচিত মাথা সোজা রেখে।

বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর