১২ ডিসেম্বর, ২০১৭ ১১:২৩

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

অনলাইন ডেস্ক

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় তার আকস্মিক সফরে সে দেশে মোতায়েন রুশ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে এ প্রত্যাহার হবে আংশিক।

এ ব্যাপারে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে পৌঁছান। সেখানে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে পুতিনের বৈঠক হয়।

এর আগে, ২০১৬ সালের মার্চ মাসে এক ঘোষণায় পুতিন বলেছিলেন, সিরিয়ায় মোতায়েন অধিকাংশ সেনা প্রত্যাহার করার কথা ভাবছেন তিনি।

রুশ নেতা পুতিন সিরিয়ার পর মিশর ও তুরস্ক সফর করবেন।

সূত্র: বিবিসি 

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর