১২ ডিসেম্বর, ২০১৭ ১১:৪৮

ট্রাম্পের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের সমস্যা আরও বাড়িয়ে দেবে: পুতিন

অনলাইন ডেস্ক

ট্রাম্পের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের সমস্যা আরও বাড়িয়ে দেবে: পুতিন

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। আর সেই তালিকায় এবার যুক্ত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ব্যাপারে সোমবার সিরিয়া, আংকারা ও কায়রোতে অবস্থিত রাশিয়ান সামরিক ঘাটি পরিদর্শন শেষে পুতিন জানান, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার যে চেষ্টা চলছিল তা ভেস্তে গিয়ে আবার সংঘাত রূপ নিবে।

সংবাদমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প কর্তৃপক্ষ যে পদক্ষেপ গ্রহণ করেছে তা কখনই মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান করবে না বরং তার বিপরীত হবে। এরই মধ্যেই কিছু অঞ্চলে সংঘাত শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপের ফলে ফিলিস্তিন-ইসরায়েলের শান্তি আলোচনা আর সম্ভব হবে না।’

জেরুজালেম সমস্যা মোকাবেলায় পুতিন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে তিনি জানান, মস্কো বিশ্বাস করে জাতিসংঘের হস্তক্ষেপ ছাড়া ওই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।

সূত্র: ফক্স নিউজ

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর