১২ ডিসেম্বর, ২০১৭ ১৩:০১

চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত!

অনলাইন ডেস্ক

চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত!

ফাইল ছবি

সম্প্রতি ভারত মহাসাগরে চীনা বিমানের তৎপরতা বেড়েছে৷ তা ঠেকাতে এবং তাদের গতিবিধির ওপর নজর রাখতে প্রস্তুত ভারতীয় নৌসেনা৷ জানা যায়, যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং পি ৮১ পোসেডন এবার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বেআইনি পথে ভারতের সীমান্তে ঢুকে পরা যেকোনও যুদ্ধজাহাজের উপর৷ বিশাল এলাকা জুড়ে নজরদারি চালিয়ে যাবে পি ৮১ যুদ্ধবিমান৷ সাগরের পানির নীচে ডুবে থাকা জাহাজই হোক বা ভাসমান, কোনও কিছুই এর নজর এড়িয়ে যেতে পারবে না৷ ভারতীয় নৌসেনার হাতে এই মুহুর্তে আছে আটটি পি ৮১৷ সাগরের এপ্রান্ত থেকে ওপর প্রান্তে ঘুরে বেড়াবে যাতে সাগরে সীমারেখায় একটি সূচ গলতে না পারে৷

কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ এ ভারত সরকার আটটি পি ৮১ বিমান কেনার অনুমোদন দেয়৷ বরাদ্দ করা হয় দুই দশমিক শূণ্য এক বিলিয়ন ডলার৷ ২০১২ থেকে ২০১৫এ আটটি পি ৮১ বিমান হাতে পেয়ে যায় ভারতীয় নৌসেনা৷ ২০১৬ এ ভারত সরকার আরও চারটি পি ৮১ যুদ্ধবিমান কেনার অর্ডার দেওয়া হয় এক বিলিয়ন ডলারের বিনিময়ে৷ এই যুদ্ধবিমানে রয়েছে উন্নত মানের সার্ভাল্যান্স সিস্টেম ও রডার৷ যা কিনা যেকোন আবহাওয়ায় রাত দিন তথ্য সংগ্রহ করতে পারে৷ পি ৮১ মূলত ৭৩৭ থেকে ৮০০ যাত্রীবাহি বোয়িং বিমানের ওপর ভিত্তি করে তৈরি৷ আটজন ক্রু মেম্বার এটি পরিচালনার দায়িত্বে থাকেন৷ 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর