১২ ডিসেম্বর, ২০১৭ ১৮:৪২

চীন-পাকিস্তান বন্ধুত্বে ফাটল!

অনলাইন ডেস্ক

চীন-পাকিস্তান বন্ধুত্বে ফাটল!

চীন-পাকিস্তান ইকোনমিক করিডরে বন্ধ হয়ে গেল 'সিপিইসি প্রকল্প'৷ কারণ সিপিইসি প্রোজেক্টে সাময়িকভাবে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে চীন৷ সেই কারণেই সিপিইসি প্রোজেক্টের অন্তর্ভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ করে দিল পাকিস্তান৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে৷ 

চীন থেকে নির্ধারিত টাকা আসলেই আবারও ইকোনমিক করিডরে রাস্তা তৈরির কাজ শুরু হবে৷ এই বিষয়ে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এই বিষয়ে জানিয়েছেন, সিপিইসি প্রোজেক্টের জন্য ইকোনমিক করিডরে মোট তিনটি রাস্তা তৈরি হচ্ছিল৷ সেই রাস্তা তৈরির জন্য একটি ২২সদস্যের সাংসদীয় কমিটি গঠিত হয়েছিল৷ কিন্তু চীন যেহেতু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই কারণে এই সম্পূর্ণ কাজই আপাতত স্থগিত করা হয়েছে৷ যদি চীন আবারও টাকা দেয় তাহলেই আবারও এই প্রোজেক্টের কাজ শুরু হবে৷ সোমবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পাকিস্তানে৷ সেখানেই এই সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি চীন পাকিস্তানের উচ্চরদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সিপিইসি প্রোজেক্ট নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে, সেটি এই মুহূর্তে সবচেয়ে চিন্তার বিষয়৷ কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর