১২ ডিসেম্বর, ২০১৭ ২১:১০

মহাকাশ অভিযানে নাসাকে ট্রাম্পের নির্দেশ

অনলাইন ডেস্ক

মহাকাশ অভিযানে নাসাকে ট্রাম্পের নির্দেশ

ফাইল ছবি

১৯৭২ সালে চাঁদে প্রথম পা রেখেছিলেন আমেরিকান মহাকাশচারীরা৷ কিন্তু এরপর সেভাবে কোনো আমেরিকান সরকারই চন্দ্রাভিযানের উপর গুরুত্ব দেননি৷এবার মঙ্গল এবং চন্দ্রাভিযানের ভবিষ্যতকে সুদৃঢ় করতে নাসাকে সরাসরি চিঠি লিখলেন ডোনাল্ড ট্রাম্প৷

মঙ্গলবার হোয়াইট হাউসে একটি বিশেষ স্পেস চুক্তি সাক্ষর করেন ট্রাম্প৷সেই চুক্তি অনুযায়ী, চন্দ্রাভিযানে আমেরিকানদের যাওয়ার পথ আরও সুস্পষ্ট করার কথা বলা হয়। আর এ কারণে তিনি নাসাকে এই কাজে আমেরিকানদের সাহায্য করার অনুরোধ করেছেন। মহাকাশে গবেষণার ক্ষেত্রে যাতে আমেরিকানরা যথাযথ ভূমিকা গ্রহণ করতে পারে সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি৷

এই চুক্তি সাক্ষরের সময় ট্রাম্প জানিয়েছেন, ১৯৭২ সালে প্রথম চন্দ্রাভিযানের পর আর মহাকাশ অভিযানের ক্ষেত্রে সেভাবে কোনও পদক্ষেপ নেয়নি আমেরিকা৷ কিন্তু আমেরিকান মহাকাশচারীরা এই চন্দ্রাভিযান কিংবা মঙ্গলাভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে৷

একইসঙ্গে ট্রাম্প আরো জানিয়েছেন, এবার শুধুমাত্র পতাকা কিংবা পায়ের ছাপ নয়৷মঙ্গলাভিযানে আমেরিকা একটি দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে৷যা গোটা বিশ্বের কাছে একটি নজির হয়ে থাকবে৷এ প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস জানিয়েছেন, এই পলিসিটি মহাকাশ অভিযানে আমেরিকানদের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে৷


বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর