১৩ ডিসেম্বর, ২০১৭ ০১:১৪

স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যু

অনলাইন ডেস্ক

স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যু

প্রতীকী ছবি

স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে খুন হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের পুরাতন মালদহের নলডুবি এলাকায়। মৃত সেই স্বামীর নাম করণ মণ্ডল। সে পেশায় গাড়ি চালক। করণ মণ্ডল খুনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, নলডুবি এলাকায় বেশ কিছুদিন ধরেই দৌরাত্ম্য চালাচ্ছিল একদল দুষ্কৃতী। মদ্যপ অবস্থায় গালিগালাজ, অভব্যবতা, নারীদের কুরুচিকর মন্তব্যের মতো ঘটনা ঘটছিল প্রায় প্রতিদিনই। তা নিয়ে প্রতিবাদ করেন ৩০ বছর বয়সী করণ।

এরপরেই গতকাল সোমবার দলবলসহ বদলা নিতে আসে দুষ্কৃতীরা। বাড়ির বাইরে বসে থাকা করণের স্ত্রীকে শ্লীলতাহানি করে দুষ্কৃতীরা। স্ত্রীর চিৎকার শুনে বাইরে এসে রুখে দাঁড়ায় সে। এর পরেই কর্ণর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে অভিযুক্তরা। মাটিতে ফেলে মারধরও করা হয় তাকে।

গুরুতর অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় করণের। ঘটনার তদন্তে নেমে রাজু মণ্ডল ও ঋজু রজককে গ্রেফতার করেছে পুরাতন মালদহ থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


‌বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর