১৩ ডিসেম্বর, ২০১৭ ১০:৩৭

দুই দশক পর আলাবামায় জয় পেল ডেমোক্রেটরা

অনলাইন ডেস্ক

দুই দশক পর আলাবামায় জয় পেল ডেমোক্রেটরা

ভোটারদের উদ্দেশ্যে কথা বলছেন ডাফ জোনস

দুই দশক পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আলাবামার সিনেট নির্বাচনে কোনো ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হয়েছেন। দক্ষিণ-পূর্ব এই অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী ডাফ জোনস। মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা যায় সাবেক মার্কিন এই এটর্নি ৪৯.৫ শতাংশ ভোট পেয়েছেন।

হাড্ডাহাড্ডি ওই লড়াইয়ে ৪৮.৯ ভাগ ভোট পেয়েছেন রিপাবলিকান দলের রয় মুর। নির্বাচনে আলাবামার সুপ্রিম কোর্টের সাবেক এই প্রধান বিচারপতির জেতার সম্ভাবনাই বেশি ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সমর্থন দিয়েছিলেন।

কিন্তু শেষ দিকে পাল্টে যায় সব হিসেব নিকেশ। ক্ষমতাসীন দল রিপাবলিকান আলাবামাকে নিজেদের ঘরই বানিয়ে ফেলেছিল। কিন্তু নির্বাচনী প্রচারণার সময় যৌন হয়রানির দায়ে রয় মুরের অভিযুক্ত হওয়াটাই জেতার পথে মূল বাধা হয়ে দাঁড়ায়। এ জন্যই তিনি পিছিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : গার্ডিয়ান

বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর