১৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:০১

ভারতে ‘অনার কিলিং’, ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

অনলাইন ডেস্ক

ভারতে ‘অনার কিলিং’, ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর একটি আদালত ‘অনার কিলিং’ এর ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সম্মান রক্ষার নামে দলিত সম্প্রদায়ের এক যুবককে হত্যা করায় এ দণ্ডাদেশ দেয়া হয়। বুধবার ভারতের কর্মকর্তারা এ কথা জানান। 

আদালতের এক কর্মকর্তা বলেন, ‘তিরুপুর জেলা আদালত মঙ্গলবার ২২ বছর বয়সী এক দলিত যুবককে হত্যার দায়ে ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর সম্মান রক্ষার নামে ওই যুবককে হত্যা করা হয়।’ খবর সিনহুয়া’র। 

তিনি আরও বলেন, ‘আদালতের রায়ে এই অপরাধে অভিযুক্ত অপর একজনকে দুইবার যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।’

এই ঘটনায় নিহতের স্ত্রীর মাসহ তিনজনকে খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ওই মহিলার বাবা ও তার পাঁচ সহযোগী রয়েছে।
ওই তরুণী তার স্বামীকে নির্মমভাবে হত্যার জন্য নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় তার বাবা এই বিয়ের বিপক্ষে ছিলেন।

গত বছর প্রকাশ্য দিবালকে তিরুপুরের কাছে একটি ব্যস্ত সড়কে ২২ বছর বয়সী দলিত যুবক শংকরকে জবাই করে হত্যা করা হয়। 
এ সময় শংকরের উঁচু জাতের স্ত্রী কৌশল্যা স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর