১৩ ডিসেম্বর, ২০১৭ ২১:২৯

'মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় মার্কিন হস্তক্ষেপ চায় না ফিলিস্তিন'

অনলাইন ডেস্ক

'মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় মার্কিন হস্তক্ষেপ চায় না ফিলিস্তিন'

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিন দেখতে চায় না বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবার ইস্তাম্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) জরুরি অধিবেশনে তিনি এ কথা বলেন।

মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলেছেন। ট্রাম্পের এই ঘোষণা মুসলমান ও খ্রিষ্টানদের অনুভূতিতে ‘প্ররোচনা’ দেওয়া বলেও মন্তব্য করেন আব্বাস।

তিনি আরও বলেন, ‘জেরুজালেম সবসময় ফিলিস্তিনের রাজধানী ছিল এবং থাকবে।’ যুক্তরাষ্ট্র এমনভাবে জেরুজালেমকে পরিত্যাগ করেছে যাতে মনে হচ্ছে এটা তাদের নিজস্ব শহর বলেও মন্তব্য করেন তিনি।

১৯৬৭ সালে ছয়দিনব্যাপী আরব যুদ্ধে জয় পাওয়ার পর ইসরায়েল পূর্ব জেরুজালেমের দখল নেয়। তবে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের এই দখলদারিত্বের কখনোই স্বীকৃতি পায়নি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। ট্রাম্পের এই একক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা শুরু হয়েছে। অনেক দেশই ট্রাম্পকে এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিডিপ্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর