১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:৩৯

রেকর্ড বাজেটে ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি যুদ্ধবিমান কিনছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

রেকর্ড বাজেটে ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি যুদ্ধবিমান কিনছে যুক্তরাষ্ট্র

নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। আর সে লক্ষ্যেই মার্কিন সেনাবাহিনীর জন্যে রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেটে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ-২০১৮ পাস হয়েছে সম্প্রতি। এরপর ট্রাম্প এই বাজেটে সই করেন।

হোয়াইট হাউজে বাজেট পাসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এই প্রতিরক্ষা বাজেট পাসের মাধ্যমে আমরা আমেরিকার পূর্ণ সামরিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করলাম।” 

এদিকে, ট্রাম্প যে বাজেট পাস করেছেন তা রাশিয়াসহ তার পরের সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। বাড়তি বাজেট পাসের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি এফ-৩৫ বোমারু বিমান কেনা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা এ বাজেট অনুমোদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক খাতের জন্য যে পরিমাণ বাজেট দেওয়ার অনুরোধ করেছিলেন কংগ্রেস তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। 

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর