১৪ ডিসেম্বর, ২০১৭ ১৪:২৪

বছরের সেরা শব্দ 'ফেমিনিজম'

অনলাইন ডেস্ক

বছরের সেরা শব্দ 'ফেমিনিজম'

'ফেমিনিজম' (নারীবাদ) কে চলতি বছরের সেরা শব্দের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিয়াম-ওয়েবস্টার অভিধান। কর্তৃপক্ষ বলছে গত বছরের তুলনায় ২০১৭ সালে এ শব্দ সার্চ করার হার ছিল ৭০ শতাংশ বেশি।

জানুয়ারির শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিশ্বব্যাপী নারীদের মিছিলের পর এ শব্দ সার্চ করার হার বেড়ে যায়। এরপর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্রের বিতর্কিত বিবৃতিকে কেন্দ্র করেও এ শব্দ নিয়ে সার্চ অব্যাহত ছিল। কেলিয়ান কনওয়ে নামের ওই মুখপাত্র বলেছিলেন, তিনি নিজেকে নারীবাদী হিসেবে পরিচয় দিতে চান না। কারণ এটি তার কাছে পুরুষ বিদ্বেষী মনে হয়।

এরপর হলিউডের চলচ্চিত্র মোঘল হার্ভে ওয়েনস্টিনের যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এ শব্দ নিয়ে সার্চের হার বাড়ে। সূত্র : গার্ডিয়ান 

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর