১৪ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪৫

উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানে বৈঠকে বসছে চীন-দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানে বৈঠকে বসছে চীন-দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানের উপায় বের করতে বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে বেইজিং ও সিউলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। খবর এএফপি’র।

তার অফিস থেকে বলা হয়েছে, এই সফরে মুন দুই দেশের সম্পর্ক ‘স্বাভাবিক’ করার আশা করছেন। 

দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর ওপর চীন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করায় প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়া এই থাড (টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স) স্থাপন করছে বলে ধারণা করা হয়।

এই থাডকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে চীন। 

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর