১৪ ডিসেম্বর, ২০১৭ ১৮:৩০

ভারতীয় পুলিশের অতর্কিত হামলায় ৮ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক

ভারতীয় পুলিশের অতর্কিত হামলায় ৮ মাওবাদী নিহত

ভারতের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার অতর্কিত হামলা চালিয়ে ৮ মাওবাদীকে হত্যা করেছে পুলিশ। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ঘটে।

পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানা রাজ্যের ভাদ্রাদ্রি কোথাগুদেম জেলার জঙ্গলে মাওবাদীদের ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ সময় মাওবাদীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

জেলা পুলিশ প্রধান আম্বার কিশোর ঝা বলেন, ‘বুধবার রাতে পুলিশের বিশেষ বাহিনী একদল চরমপন্থীকে আটক করার জন্য ওই জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে।’

তিনি আরও বলেন, ‘এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশের পাল্টা হামলায় আট চরমপন্থী নিহত হয়।’ কয়েকশ’ পুলিশ এখনো ওই জঙ্গলে পলাতক বিদ্রোহীদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বিদ্রোহী পালিয়ে গিয়ে থাকতে পারে।

ঝা বলেন, এই অভিযানে পুলিশ দুটি সেমি-অটোমেটিক রাইফেল, কয়েকটি হ্যান্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। এর আগে উভয়পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর