১৪ ডিসেম্বর, ২০১৭ ২১:৪৩

ব্রাহ্মোস মিসাইল নিক্ষেপে সক্ষম যুদ্ধজাহাজ কিনছে ভারত

অনলাইন ডেস্ক

ব্রাহ্মোস মিসাইল নিক্ষেপে সক্ষম যুদ্ধজাহাজ কিনছে ভারত

সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ৪০০ কোটি ডলারের চুক্তি করতে চলেছে ভারত। নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে মোট চারটি মিসাইল বহনকারী ফ্রিজেট কেনা হবে রাশিয়া থেকে। এই ফ্রিজেটগুলোতে থাকবে গ্যাস টারবাইনের শক্তিসম্পন্ন ইঞ্জিন। এগুলো ব্রাহ্মোস মিসাইল নিক্ষেপ করতে পারবে।

৪০০০ টন ওজন বহন করার ক্ষমতা থাকবে এই ফ্রিজেটের। ব্ল্যাক সি ফ্লিটে ইতিমধ্যেই তৈরি হয়েছে এমন তিনটি ফ্রিজেট। প্রজেক্টে অংশ ‘যন্তর শিপইয়ার্ড’ ও ‘গোয়া শিপইয়ার্ড’। 

দুটি ফ্রিজেট তৈরি হবে রাশিয়া, বাকি দুটি রাশিয়ান প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি হবে ভারতের গোয়া শিপইয়ার্ডে।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর