১৫ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪০

অ্যাপলের অ্যাপ স্টোরে 'দালাই লামা অ্যাপ'

অনলাইন ডেস্ক

অ্যাপলের অ্যাপ স্টোরে 'দালাই লামা অ্যাপ'

'দালাই লামা' নামে আইফোন অ্যাপ চালু করেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্বিক নেতা দালাই লামা (৮২)। অনুসারীদের নিজের জীবনাচরণ ও আদর্শ সম্পর্কে জানাতে অ্যাপটি চালু করেছেন তিনি। অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপ থেকে জানা যাবে দালাই লামা কী করছেন, কোথায় যাচ্ছেন এবং তিনি কী শিক্ষা দিচ্ছেন।

দালাই লামার টুইটার অ্যাকাউন্টও আছে। এতে অনুসারীর সংখ্যা এক কোটি ৬০ লাখেরও বেশি। তার অ্যাপে খবর, ভিডিও, ছবিসহ নানা তথ্য থাকবে।

২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চও 'পোপ অ্যাপ' চালু করেছিল। পরে একটি 'কনফেশন অ্যাপ' (স্বীকারোক্তিমূলক অ্যাপ) নামে আরেকটি অ্যাপ চালু করা হয় যেখানে মানুষ তাদের দোষ স্বীকার করে। সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর