১৬ ডিসেম্বর, ২০১৭ ০৪:২৯

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা উপকূলীয় এলাকা। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। ভূমিকম্পের পর প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সুনামি সর্তকতা। 

ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ৬.৫। এর কেন্দ্রস্থল পশ্চিম জাভা থেকে ৫২ কি.মি. দূরে তাসিকমালায়া। প্রায় এক মিনিট মতো কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের জেরে অনেক বাড়িতে ভালোরকম ফাটল ধরা পড়েছে। হাসপাতাল দ্রুত খালি করে দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুনামির জেরে জাভার উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ক্রিসমাস ও নিউইয়ার উপলক্ষ্যে পর্যটকদের আনাগোনা লেগেই আছে। ভূমিকম্পের কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে হোটেল ছেড়ে রাস্তায় নেমে এসেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর