১৬ ডিসেম্বর, ২০১৭ ১২:০৩
ব্রিটিশ সামরিক প্রধানের সতর্কবার্তা

ব্রিটেনসহ ন্যাটো দেশগুলোর ইন্টারনেট ক্যাবল কেটে দিতে পারে রাশিয়া!

অনলাইন ডেস্ক

ব্রিটেনসহ ন্যাটো দেশগুলোর ইন্টারনেট ক্যাবল কেটে দিতে পারে রাশিয়া!

সাগরতলের ইন্টারনেট ক্যাবল কেটে দিয়ে ব্রিটেন ও অন্যান্য দেশের জন্য বিপদ বয়ে আনতে পারে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষা বাহিনীর প্রধান সার স্টুয়ার্ট পিচ এ সতর্কবাণী দিয়েছেন।কারণ রাশিয়ার জাহাজগুলোকে নিয়মিত আটলান্টিক ক্যাবল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

ওই ক্যাবলের মাধ্যমে আমেরিকা, ব্রিটেন এবং বিশ্বের বাকি অংশের সঙ্গে যোগাযোগরক্ষা করা হয়। শুধু যোগাযোগই নয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও এ ক্যাবল গুরুত্বপূর্ণ।

ব্রিটেনের বিমানবাহিনীর প্রধান মার্শাল পিচকে গত সেপ্টেম্বরে ন্যাটোর সামরিক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনিও এর আগে বলেছেন, 'রাশিয়া এক 'ভিন্নধর্মী' যুদ্ধ শুরু করেছে। এ কেবল কেটে দেয়ার মানে হলো ব্রিটেন ও তার সহযোগী দেশগুলোকে রাশিয়ার সঙ্গে তাদের স্বার্থে কাজ করতে বাধ্য করা।' সূত্র : গার্ডিয়ান

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর