১৭ ডিসেম্বর, ২০১৭ ১০:৫০

এইচ১বি ভিসায় পরিবর্তন আনতে পারেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

এইচ১বি ভিসায় পরিবর্তন আনতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় পরিবর্তন আনতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে হোয়াইট হাউস মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, স্বামী-স্ত্রীর এইচ১বি ভিসার সুবিধা নিয়ে যোগ্যতা থাকলে এতদিন যুক্তরাষ্ট্রে তারা অত্যন্ত দক্ষতার কাজ করতে বা তার জন্য আবেদন করতে পারতেন। এখন তা আর করতে দেওয়া হবে না।

এইচ১বি ভিসার সুবিধার ফলে মার্কিন নাগরিকদের অত্যন্ত দক্ষতার কাজ পাওয়ার সুযোগ কমে যাচ্ছে বলে মনে করছে হোয়াইট হাউস। আগের প্রেসিডেন্ট ওবামার আমলে এই নিয়ম চালু হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ নীতি ধাক্কা খাওয়ার ফলে এই সুবিধা শিগগিরই প্রত্যাহার করতে পারে সরকার। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর