১৭ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪১

সাবমেরিন নিখোঁজের ঘটনায় আর্জেন্টিনার নৌ প্রধান বরখাস্ত

অনলাইন ডেস্ক

সাবমেরিন নিখোঁজের ঘটনায় আর্জেন্টিনার নৌ প্রধান বরখাস্ত

সাবমেরিন নিখোঁজের ঘটনায় আর্জেন্টিনার নৌবাহিনীর প্রধানকে শনিবার বরখাস্ত করা হয়েছে। দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী প্রধান এডমিরাল মারসিলো সুরোকে বরখাস্তের সুপারিশ করে। সাবমেরিন ‘এআরএ সান জোয়ান’ নিখোঁজ হওয়া নিয়ে তদন্তের সময়েই তাকে বরখাস্তের এ সুপারিশ করা হয়। এছাড়া একই কারণে নৌবাহিনীর অপর দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, এক মাস আগে সাবমেরিনটি ৪৪ সদস্যসহ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া সাব মেরিন এআরএ সান জোয়ানের সন্ধান করতে আন্তর্জাতিক উদ্ধারকারী দলও ব্যর্থ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সাবমেরিনের ৪৩ জন পুরুষ ও একজন নারীর সকলেই মারা গেছে। উদ্ধারকাজের আনুষ্ঠানিক সমাপ্তি এখনও ঘোষণা করা হয়নি। 

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর