১৭ ডিসেম্বর, ২০১৭ ২১:৩৭

ফিলিপাইনে ভূমিধস ও ঘূর্ণিঝড়ে ৩০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে ভূমিধস ও ঘূর্ণিঝড়ে ৩০ জনের প্রাণহানি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় কাই-তাকের প্রভাবে সৃষ্ট ভূমিধ্বস ও বন্যায় ফিলিপাইনে ৩০ জনের মৃত্যু হয়েছে। 

রবিবার দেশটির কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা সফরোনিউ জানান, ‘বিলিরান প্রদেশের চার শহরে ভূমিধ্বসের কারণে নিহত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ এছাড়া শনিবার আঘাত হানা ঝড়ের কারণে্ এখনো ২৩জন নিখোঁজ রয়েছে।

এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিমে সরে গেছে। রবিবার এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৫৫ কিলোমিটার। ভূমিধসের কারণে শহরের চারটি কেন্দ্রীয় এলাকায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, ঝড়ে হতাহতের সঠিক সংখ্যা তারা নিশ্চিতের চেষ্টা করছে। ঝড়ের কারণে প্রায় ৮৯ হাজার লোক জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ক্রিসমাস উৎসবের জন্য ছুটিতে যাওয়া হাজার হাজার ভ্রমণকারীকে যাত্রা বাতিল করতে হয়েছে।

বিডিপ্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর