Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০১৮ ১৪:০৪ অনলাইন ভার্সন
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৮
চার্চ ধ্বংস করল উত্তর চীন কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
চার্চ ধ্বংস করল উত্তর চীন কর্তৃপক্ষ

খ্রিস্টান সম্প্রদায়ের নির্মিত একটি চার্চ ধ্বংস করেছে উত্তর চীন কর্তৃপক্ষ। চীনের সানজি প্রদেশের লিফেনে নির্মিত এ চার্চটিকে ধূসর রং করা হয়েছিল। এর চূড়ায় ক্রসটি ছিল লাল।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে অবৈধভাবে নির্মিত হওয়ায় চার্চটিকে ধ্বংস করা হয়েছে। এটি শহরব্যাপী পরিচালিত অবৈধ স্থাপনা ধ্বংসের অংশ হিসেবেই ভাঙা হয়েছে বলে দাবি তাদের।
চার্চটির ভেঙে ফেলার ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে চার্চটির লাল রঙের বিশাল আকারের ক্রস মাটিতে ভেঙে পড়েছে। ভেঙে ফেলার সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
জানা গেছে, একজন কৃষক চার্চটির জন্য তার ভূমি দান করেন। এরপর সেখানে গোপনে ওয়্যারহাউজের আড়ালে চার্চটি নির্মিত হয়। ২০০৯ সালে চার্চটি যখন প্রায় নির্মিত হয়ে গেছে তখন এটি কর্তৃপক্ষের নজরে পড়ে। এরপর স্থানীয় খ্রিস্টানদের বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের কয়েকজনের জেলও হয়। এবার সেই চার্চটি ভেঙে ফেলা হলো।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow