১৬ জানুয়ারি, ২০১৮ ০৯:৩১

ইন্দোনেশিয়ায় হামে আক্রান্ত হয়ে চারমাসে ৬১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় হামে আক্রান্ত হয়ে চারমাসে ৬১ শিশুর মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্ব পাপুয়া প্রদেশের আসমাত অঞ্চলে গত চারমাসে অপুষ্টিতে ভুগে ও হামে আক্রান্ত হয়ে কমপক্ষে ৬১ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

এ ব্যাপারে আসমাতের প্রশাসক ইলিয়াস কামবু জানান, ২০১৭ সালে সেপ্টেম্বর থেকে কয়েক ডজন শিশু মারা যায় এবং অঞ্চলের অনেক গ্রামের শিশুদের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়ে এ রোগ ও অসুস্থতা। স্থানীয় সরকারের অধীনে ২৩ জেলার ২২৪টি গ্রামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চারটি দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ইলিয়াস কামবু আরও জানান, কিছু প্রত্যন্ত জেলায় যোগাযোগ ব্যবস্থার দরুণের কারণে পৌঁছানো সম্ভব হয়নি, এছাড়া যাযাবরবৃত্তি ও গভীর জঙ্গলে অবস্থানের কারণে অনেক মানুষকে তাদের গ্রামে গিয়ে পাওয়া যায়নি।

দ্রুত হামের বিস্তার রোধে মাঠপর্যায়ে কাজ শুরু করবে গঠিত মেডিকেল টিম। সেইসাথে অপুষ্টি নিরসনে শিশুদের জন্য খাদ্য বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর