Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০১৮ ১১:০৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৮ ১২:২৯
শিকলবন্দী করে ১৩ সন্তানকে নির্যাতন, বাবা-মা আটক
অনলাইন ডেস্ক
শিকলবন্দী করে ১৩ সন্তানকে নির্যাতন, বাবা-মা আটক
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানবার্নাডিনো শহরের একটি বাড়ি থেকে বাবা-মায়ের নির্যাতনের শিকার ১৩ ভাইবোনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বাবা ডেভিড অ্যালেন ও মা লুইস অ্যান টারপিনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২ থেকে ২৯ বছর বয়সী ওসব ছেলেমেয়েদের বিছানার সাথে শিকল দিয়ে বেধে রাখা হয়েছিলো। আটক ছেলেমেয়েদের মধ্যে সতেরো বছর বয়সী একটি মেয়ে স্থানীয় সময় রবিবার সকালে পালিয়ে যায়। সে জরুরি বিভাগকে ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায়। তখনই বিষয়টি প্রথম পুলিশের গোচরে আসে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐ ছেলেমেয়েরা অপুষ্টিতে ভুগছে। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল। খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিলো।

ডেভিড অ্যলেন ও লুইস অ্যন টারপিনকে নির্যাতন ও শিশুদের জীবন বিপদগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow