১৭ জানুয়ারি, ২০১৮ ০৮:১৭

আল-আকসা মসজিদ সংস্কারে ইসরায়েলের বাধা

অনলাইন ডেস্ক

আল-আকসা মসজিদ সংস্কারে ইসরায়েলের বাধা

ফাইল ছবি

জেরুজালেমে আল-আকসা মসজিদে সংস্কার কাজ চালানোর ব্যাপারে বাধা দিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা। মঙ্গলবার ফিলিস্তিনের এক কর্মকর্তা এমন অভিযোগ করেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে।

জর্ডান পরিচালিত ধর্মীয় অর্পিত সম্পত্তি (ওয়াক্‌ফ) কর্তৃপক্ষের একজন মুখপাত্র ফিরাস আল-দিব বলেছেন, ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা পুনর্সংস্কার কমিটির অফিসে ঢুকে যায়। পরে তারা সেখানে থাকা ইঞ্জিনিয়ারদের কোনো রকম মোজাইকের কাজ বা গম্বুজ সংস্কার না করতে সতর্ক করে দেয়।

তিনি বলেন, পুলিশ মসজিদের ভেতরে আল-কিবলি ও মারওয়ানি অংশের কোনো ধরনের সংস্কার কাজ করতে নিষেধ করেছে। এমনকি তারা ওই সংস্কার কাজের দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করার হুমকি দিয়েছে।

বিশ্বের প্রায় ২শ কোটি মুসলিম আল-আকসা মসজিদকে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করে। তবে ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে মনে করে। তাদের দাবি এই স্থানেই প্রাচীন সময়ে ইহুদিদের দুইটি টেম্পল অবস্থিত ছিল। 


বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর