১৭ জানুয়ারি, ২০১৮ ০৯:০৪

চীনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয় কুশনারকে

অনলাইন ডেস্ক

চীনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয় কুশনারকে

ওয়েন্ডির সঙ্গে কুশনার ও ইভাঙ্কা (ডানে)

২০১৭ সালের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার জ্যৈষ্ট উপদেষ্টা জারেড কুশনারকে সতর্ক করেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।

চীনা বংশোদ্ভূত বিখ্যাত মার্কিন ব্যবসায়ী ওয়েন্ডি ডেং মারডকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তাকে এ সতর্কবার্তা দেয়া হয়। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছে।

ওয়েন্ডি ডেং মারডক মার্কিন মিডিয়া মোঘল রুপাট মারডকের সাবেক স্ত্রী। জারেড কুশনার ও তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্ককে ব্যবহার করে চীনা সরকার নিজেদের স্বার্থে নানা কাজ আদায় করে নিতে পারে তাই এই সতর্কবার্তা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ও প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের পাঁচ মাইলের মধ্যে একটি চীনা বাগান নির্মাণের বিষয়ে ওয়েন্ডি তদবির করছেন এমন খবরে ওই সতর্কবার্তা দেয়া হয়। বাগানের নকশায় একটি উঁচু টাওয়ার নির্মাণের বিষয়টিও ছিল- যার মাধ্যমে চীনা সরকার আমেরিকায় গোয়েন্দাগিরি চালাতে পারে এমন শঙ্কা উঠেছিল। ওই প্রকল্পে ১০০ মিলিয়ন ডলার বরাদ্ধ করেছিল চীনা সরকার।  

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর