১৭ জানুয়ারি, ২০১৮ ১১:৪৮

ওজন কমাতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে

অনলাইন ডেস্ক

ওজন কমাতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য 'চমৎকার' বলে দাবি করেছেন হোয়াইট হাউজের ফিজিশিয়ান ডা: রনি জ্যাকসন। ট্রাম্প সুস্থ অবস্থাতেই প্রেসিডেন্টের পুরো মেয়াদ শেষ করতে পারবেন বলে আশা করছেন তিনি। তবে তাকে ওজন কমানোর পরামর্শ দেয়া হয়েছে।

গত সপ্তাহে ৩/৪ ঘণ্টা ধরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উচ্চমাত্রার কোলেস্টরেল ও স্থুলতা সত্ত্বেও মঙ্গলবার দাবি করা হয়েছে তার স্বাস্থ্য 'চমৎকার'। তবে খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে ট্রাম্পকে। নিয়মিত শরীরচর্চা করতে হবে। ছয় ফুট তিন ইঞ্চি লম্বা ট্রাম্পের বর্তমান ওজন ১০৮ কেজির বেশি। তাকে ৫-৭ কেজি ওজন কমানোর পরামর্শ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ৭১ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠে। সম্প্রতি মার্কিন সাংবাদিক মাইকেল ওলফের 'ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস' বইয়ে এ নিয়ে প্রশ্ন উঠার পর বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টা ধরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা হয়। সূত্র : সিএনএন 

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর