১৭ জানুয়ারি, ২০১৮ ১৮:৩৪

পরমাণু অস্ত্র বহনে সক্ষম 'ড্রোন সাবমেরিন' রয়েছে রাশিয়ার

অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র বহনে সক্ষম 'ড্রোন সাবমেরিন' রয়েছে রাশিয়ার

পেন্টাগনের এক ফাঁস হওয়া রিপোর্টে জানা গেছে, রাশিয়ার কাছে রয়েছে এক গোপন ড্রোন সাবমেরিন, যা বিশ্বের সবথেকে বড় নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। এর আগে রাশিয়ার কাছে আন্ডারওয়াটার নিউক্লিয়ার কেরিয়ার আছে বলে জানা গিয়েছিল।

রিপোর্টে জানা গিয়েছে, ওই ড্রোন সাবমেরিন ১০০ মেগাটন ওয়ারহেড বহনে সক্ষম। ‘হাফিংটন পোস্ট’-এ প্রথম প্রকাশিত হয় এই রিপোর্ট। পেন্টাগনের দাবি, একদিকে যখন আমেরিকা পরমাণু অস্ত্রের ব্যবহার কমানোর উপর জোর দিচ্ছে অন্যদিকে তখন রাশিয়া তাদের পরমাণু শক্তি বাড়িয়ে চলেছে।

ওই নথিতে আরও বলা হয়েছে যে, রাশিয়া নতুন নিউক্লিয়ার ওয়াহেড ও লঞ্চার নিয়ে আসছে। এছাড়া তৈরি করছে দুটি রেঞ্জ সিস্টেম, হাইপারসনিক ভেইকল ইত্যাদি। অটোনমাস টর্পেডোও বানাচ্ছে রাশিয়া।

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর