১৮ জানুয়ারি, ২০১৮ ০৮:৩১

সন্ত্রাসই সব সমস্যার 'মা' : সুষমা

দীপক দেবনাথ, কলকাতা

সন্ত্রাসই সব সমস্যার 'মা' : সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সন্ত্রাসই নিঃসন্দেহে সমস্ত বাধা বিপত্তির মা (উৎস)। বুধবার দিল্লিতে রাইসিনা ডায়লগ-২০১৮ ’এ বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সন্ত্রাস যে সমাজের কাছে কত বড় হুমকি সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। 

সুষমা বলেন, ‘সন্ত্রাসবাদ-ই আজকের দিনে সমস্ত সমস্যার মূল উৎস। গত কয়েক দশকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে আমাদের মনোভাব অনেক বিবর্তিত হয়েছে’। ডিজিটাল যুগে যেভাবে জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে মোকাবিলা করাটা আরও সঙ্কটজনক হয়ে পড়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 

যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে ৯/১১ হামলার প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সবার কাছেই এটা পরিষ্কার যে, যেকোন জায়গায় ঘটা সন্ত্রাসবাদই সমাজকে হুমকির মুখে ফেলতে পারে। একটা সময় সন্ত্রাসবাদকে ‘অন্যের সমস্যা’ বা ‘আইন শৃঙ্খলাজনিত সমস্যা’ হিসেবে দেখা হতো এবং রাজনীতির যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু অবশেষে সেই চিন্তাভাবনার দিন শেষ হয়েছে’। 

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর