১৯ জানুয়ারি, ২০১৮ ০৯:০১

আকস্মিক ঝড়ে ইউরোপে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আকস্মিক ঝড়ে ইউরোপে ৫ জনের মৃত্যু

উত্তর ইউরোপে বৃহস্পতিবার মারাত্মক ঝড়ো বাতাসের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে নেদারল্যান্ডের দুইজন এবং জার্মানির একজন রয়েছেন। জানা গেছে, ঝড়ে গাছ পড়ে এবং উড়ে আসা ঘরবাড়ির ধ্বংসাবশেষের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া, ঝড়ো বাতাসে ভ্যানকে রাস্তার বিপরীত দিকে উড়িয়ে নিয়ে গেলে দুর্ঘটনায় মারা গেছে আরেকজন জার্মান নাগরিক।

এ ব্যাপারে জার্মানির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আকস্মিক এ ঝড়ো হাওয়ার গতি ছিল ঘন্টায় ১৪০ কিলোমিটার। এ সময় দুর্ঘটনা এড়াতে জার্মানিতে দূরপাল্লার ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়। আঞ্চলিক সড়ক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ রাখা হয় এদিন। 

এছাড়া এদিন ইউরোপের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর আমস্টারডামের শিফোল বিমানবন্দর বন্ধ রাখা হয়। এতে অন্তত ৩০০ ফ্লাইট বাতিল করা হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর