২০ জানুয়ারি, ২০১৮ ০৬:২০

বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক

বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। দিল্লি থেকে ইস্ফল ফেরার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা মারে পাখি। ওই বিমানেই ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। যদিও পাইলট নিরাপদে বিমানটিকে অবতরণ করান। তবে পাখির ধাক্কায় ক্ষতি হয় বিমানের।

জানা গেছে, শুক্রবার বিকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দিল্লি থেকে ইস্ফল ফিরছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। ওই বিমানে আরও ১৭৮ জন যাত্রী ছিল। গুয়াহাটির কাছে আসতেই হঠাৎ একটি পাখি বিমানে ধাক্কা মারে। 

পাখির ধাক্কায় বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিন্তু পাইলট নিরাপদে বিমানকে লোকপ্রিয় গোপীনাথ বিমানবন্দরে অবতরণ করান। এতে মন্ত্রীসহ ১৭৮ জন যাত্রী প্রাণে বেঁচে যান।

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর