২০ জানুয়ারি, ২০১৮ ০৯:২৭

সিরিয়ার আফরিনে তুরস্কের হামলা

অনলাইন ডেস্ক

সিরিয়ার আফরিনে তুরস্কের হামলা

ফাইল ছবি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন অঞ্চলে হামলা শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে কামানের গোলা নিক্ষেপ শুরু করে তুরস্কের সেনাবাহিনী।

শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ৭০টি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে জানিয়ে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখনও কোনো তুর্কি সেনা সেখানে প্রবেশ করেনি। এখন কেবল দূর থেকে কামানের গোলাবর্ষণ করা হচ্ছে। শিগগিরই সেখানে তুর্কি সেনাবাহিনী প্রবেশ করবে।

অন্য একটি খবরে বলা হয়েছে, আফরিন এলাকায় বর্তমানে পিকেকের ৮ থেকে ১০ হাজার সন্ত্রাসী অবস্থান করছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর