শিরোনাম
২০ জানুয়ারি, ২০১৮ ১২:০৩

দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধানোর ফন্দি করছে যুক্তরাষ্ট্র: পিয়ংইয়ং

অনলাইন ডেস্ক

দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধানোর ফন্দি করছে যুক্তরাষ্ট্র: পিয়ংইয়ং

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তরর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এই মধ্যে তারা শুরু করেছে পল্টাপাল্টি হুমকি ও মহড়া। আর তারই জের ধরে এবার পিয়ংইয়ং অভিযোগ করেছে, দুই কোরিয়ার মধ্যে আরেকটি যুদ্ধ বাধানোর ফন্দি করছে যুক্তরাষ্ট্র। কানাডার ভ্যানকুবারে সম্প্রতি প্রায় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমন ফন্দি করা হচ্ছে বলে জানানো হয়েছে। আইএএনএসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া বলেছে, ১৯৫০ সালে কোরিয়ার বিরুদ্ধে হওয়া যুদ্ধে যেসব দেশ অংশ নিয়েছিল, তাদের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক হয়েছে কানাডায়। প্রায় ২০টি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত ছিলেন সেখানে। জানুয়ারির ১৫-১৬ তারিখ এই বৈঠক হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, যতই আলোচনার কথা বলুক, যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোরিয়া উপদ্বীপে যুদ্ধ বাধানোর ইচ্ছার কথা ওই বৈঠকে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর