২০ জানুয়ারি, ২০১৮ ১২:২৯

আবারও উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত, হাই অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক

আবারও উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত, হাই অ্যালার্ট জারি

ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-ভারত সীমান্ত। যার জেরে সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে ভারত। জানা গেছে, সীমান্তে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে, কাথুয়ার সিইও আন্তর্জাতিক সীমান্তের কাছে পাঁচ কিলোমিটার এলাকাতে উপস্থিত সকল সরকারী এবং প্রাইভেট স্কুল বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে।

সূত্র মতে, এলওসি-তে ভারতীয় সেনার কড়া নজরদারির মধ্যে উপত্যকায় জঙ্গিদের প্রবেশের জন্য পাক গুলিবর্ষণ চলছে। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পাকিস্তান বার বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। বিএসএফ সেনাদের ৪০টি ঘাঁটি এবং সীমান্তে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তান। এতে এক ভারতীয় সেনা ও দুজন স্থানীয় বাসিন্দা নিহত হন। এছাড়া আহত হয় অনেকেই। তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারা।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর