২০ জানুয়ারি, ২০১৮ ১৪:৫৬

সিনেটে বাজেট বিল নাকচ, এক বছরেই অচল ট্রাম্প সরকার

অনলাইন ডেস্ক

সিনেটে বাজেট বিল নাকচ, এক বছরেই অচল ট্রাম্প সরকার

যুক্তরাষ্ট্র সরকারের বাজেট বাড়ানো নিয়ে দেশটির সিনেটে উত্থাপিত বিলটি নাকচ হয়ে গেছে। কাগজে কলমে আজ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন সরকারের এক বছর পূর্ণ হয়েছে।

বিলটি পাশ না হওয়ায় এক বছরের মাথায় সরকারি কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু কার্যক্রম ও সেবা বন্ধ হয়ে গেছে।

অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প সরকারের ওপর নাখোশ সিনেটররা। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য ওই বাজেট পাশ করতে ৬০টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু সেটিও পেতে ব্যর্থ হয়েছে ট্রাম্প সরকার।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটেছে যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান দল একই সঙ্গে কংগ্রেস ও হোয়াইট হাউজ নিয়ন্ত্রণ করছে। সূত্র: ইউএসএ টুডে ও বিবিসি

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর