২০ জানুয়ারি, ২০১৮ ১৭:০৮

যৌন নিগ্রহের অপরাধে চিকিৎসকের ১২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

যৌন নিগ্রহের অপরাধে চিকিৎসকের ১২ বছরের কারাদণ্ড

জশবন্ত রাঠোর

একাধিক নারীকে যৌন নিগ্রহ করার অপরাধে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিত্সককে ১২ বছরে কারাদণ্ডের সাজা শোনালো ব্রিটেনের আদালত। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত একাধিক বার বিভিন্ন নারীকে যৌন হেনস্তা করেছে জশবন্ত রাঠোর নামের সেই চিকিত্সক। 

৬০ বছর বয়সী রাঠোর মাত্র তিন বছর বয়সে পরিবারের সঙ্গে চলে আসে ব্রিটেনে। তার বিরুদ্ধে ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায় ক্যাস্টেল মেডোস সার্জারি হাসপাতালে সে বেশ কয়েকজন নারী রোগীর সঙ্গে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্ভারহ্যাম্পটন ক্রাউন আদালতের বিচারক মাইকেল চ্যালিনর সাজা ঘোষণার সময় জানান, ডাক্তারির মতো সেবামূলক পেশায় থেকে মানুষের বিশ্বাসে আঘাত এনেছে রাঠোর। দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করার উপযুক্ত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। 

অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জশবন্ত রাঠোর। সে নিজেকে নির্দোষ বলে জানায় আদালতের কাছে। রাঠোরের বিরুদ্ধে যৌন হেনস্থার আরও ৮টি চার্জশিট রয়েছে। যদিও সেইসব অভিযোগ খারিজ করে দেয় আদালত।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর