শিরোনাম
২১ জানুয়ারি, ২০১৮ ১৩:১৬

চীনে এস-৪০০ মিসাইল সিস্টেম পৌঁছে দিল রাশিয়া

অনলাইন ডেস্ক

চীনে এস-৪০০ মিসাইল সিস্টেম পৌঁছে দিল রাশিয়া

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের উন্নত দেশগুলো। আর তারই জের ধরে ২০১৪ সালের চুক্তি অনুযায়ী চীন বাহিনীকে এস-৪০০ মিসাইল সিস্টেম পাঠাতে শুরু করেছে রাশিয়া।

প্রথম সিস্টেম ইতিমধ্যেই পৌঁছেছে চীনে। এই সিস্টেমের মধ্যেই রয়েছে কন্ট্রোল স্টেশন, রাডার স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট, সাপোর্ট সিস্টেম সহ একাধিক জিনিস।

রাশিয়া একদল চীন সেনাকে এই সিস্টেমের ব্যবহারও শিখিয়েছে। তবে এই প্রসঙ্গে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

২০১৪ সালের নভেম্বরে রাশিয়া ও চীনের মধ্যে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। ২০১৫ সালের নভেম্বরে এই চুক্তিতে শিলমোহর পড়ে। ২০১৬ সালের জুন মাসে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালেই এই মিসাইল সিস্টেম পেতে শুরু করবে চীন।

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর