২২ জানুয়ারি, ২০১৮ ১২:১৭

চাকরি নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র সরকারের হাজার হাজার কর্মী

অনলাইন ডেস্ক

চাকরি নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র সরকারের হাজার হাজার কর্মী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মী তাদের চাকরি ও বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কারণ দেশটির সিনেট নেতারা কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার মধ্যরাতেই কেন্দ্রীয় সরকারের তহবিল খালি হয়ে যায়। তবে যুক্তরাষ্ট্র জুড়ে ছুটি থাকায় সেটা তেমনভাবে টের পাওয়া যায়নি। সোমবার সপ্তাহের শুরুর দিন। আজ সরকারি কর্মকর্তারা কাজে যাবেন কি না- সে বিষয়ে নিশ্চিত নন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটদের মধ্যে অভিবাসন নিয়ে বিতর্কের কারণে বাজেট নবায়ন করা যায়নি। এ নিয়ে মতৈক্যে পৌঁছাতে রবিবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।

তাই আতঙ্কে পড়ে গেছেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। এ পরিস্থিতি কত সময় পর্যন্ত থাকবে তাও অনিশ্চিত। সূত্র : রয়টার্স

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর