২২ জানুয়ারি, ২০১৮ ১২:৫৩

সারা বিশ্বে নজরদারি চালাবে পাকিস্তানি ড্রোন ‘উক্যাব’

অনলাইন ডেস্ক

সারা বিশ্বে নজরদারি চালাবে পাকিস্তানি ড্রোন ‘উক্যাব’

সংগৃহীত ছবি

সিপিইসিত (China Pakistan Economic Corridor)-এর সুই গ্যাস পাইপলাইন, সেনসিটিভি ইনস্টলেশন, ব্রিজ, ড্যাম এবং সীমান্তে নজরদারি চালাতে এবার পাকিস্তান জোর দিচ্ছে তার আধুনিক প্রযুক্তসম্পন্ন দেশীয় ড্রোনে। যার নাম উক্যাব (UQAB)।

এই দ্বিতীয় ড্রোনটি পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (GIDS) তৈরি করেছে, যা ১৫ঘন্টা পর্যন্ত টানা উড়তে পারবে। পাশাপাশি মিসাইল বহন করে তা শত্রুর ওপর নিক্ষেপ করতেও পারবে এই পাকিস্তানি ড্রোন।

তবে এই  উক্যাব ড্রোনটি রিমোট কন্ট্রোলে ২৫০কিমি সীমার মধ্যে উড়তে পারবে। স্যাটেলাইটের সঙ্গে এটি যুক্ত করার পর রেঞ্জ কমানো যেতে পারে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে বসেই সারা বিশ্বে নজরদারি চালানো সম্ভব বলে জানা গেছে। 

অন্যান্য দেশের ড্রোনের থেকে এই পাকিস্তানি ড্রোনে রয়েছে বেশি কিছু অন্যধরনের বৈশিষ্ট্য। নজরদারি ছাড়াও, শত্রুর ওপর হামলার কাজেও ব্যবহৃত হতে পারে এই ড্রোনটি। খুব শীঘ্রই এই ড্রোন বিক্রির প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর