২২ জানুয়ারি, ২০১৮ ১৪:০৩

দক্ষিণ কোরিয়া প্রস্তুত কিনা খতিয়ে দেখতে ময়দানে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়া প্রস্তুত কিনা খতিয়ে দেখতে ময়দানে উত্তর কোরিয়া

সংগৃহীত ছবি

অপেক্ষা আর একমাসের৷ তারপরেই শুরু হবে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক প্রতিযোগিতা৷ সেই অলিম্পিকের জন্য আদৌ প্রস্তুত কিনা দক্ষিণ কোরিয়া, সেটি দেখতে গতকাল রবিবার উত্তর কোরিয়ার এক প্রতিনিধিদল এসে পৌঁছল দক্ষিণ কোরিয়াতে৷

সূত্রে খবর, এমএস হিয়ং সং ওলের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এদিন দক্ষিণ কোরিয়াতে এসে পৌঁছেছে৷ হিয়ং সং উত্তরের সামজিয়ন অর্কেস্ট্রা গ্রুপের প্রধান৷ পাশাপাশি তিনি মোরানবং ব্যান্ডের ডিরেক্টর৷ যেটি দক্ষিণ কোরিয়ার অন্যতম মহিলাদের মিউজিক্যাল গ্রুপ৷ কিম জংয়ের নির্দেশেই এই বিশেষ দলটি গঠন হয়েছে উত্তর কোরিয়া৷

হিয়ং সং ওলের নেতৃত্বে সাত সদস্যের এই দলকে জোরাল নিরাপত্তার ঘেরাটোঁপে রাখা হয়েছে৷ উত্তর কোরিয়ার পুলিশের একটি দলের উপর তাদের নিরাপত্তার ভার রয়েছে৷ এছাড়াও কানাঘুঁষো শোনা যাচ্ছে, ১৪০ সদস্যের একটি দল উত্তর কোরিয়া থেকে আসছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

প্রসঙ্গত, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আলোচনাসভার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই দেশকেই কৃতিত্ব দিয়েছেন তিনি৷ দক্ষিণ কোরিয়ার উইন্টার অলিম্পিকের আগেই সামরিক শক্তি প্রদর্শন করতে চলেছে উত্তর কোরিয়া। আর তাতে যোগ দেবে সেদেশের ১২,০০০ সেনা। থাকবে কামান ও অন্যান্য অস্ত্র। পিয়ংইয়ং এর কাছে একটি এয়ারফিল্ডে হবে এই মহড়া।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর