২২ জানুয়ারি, ২০১৮ ১৮:২৫

সিরিয়ার অখণ্ডতার প্রশ্নে তুরস্ককে সতর্ক করল ইরান

অনলাইন ডেস্ক

সিরিয়ার অখণ্ডতার প্রশ্নে তুরস্ককে সতর্ক করল ইরান

জেনারেল হুলুসি আকর ও মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে বলেছেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে অবশ্যই আরব এ দেশটির ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করা যাবে না।

তুরস্কের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকরের সঙ্গে রবিবার এক টেলিফোন সংলাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তুরস্ককে অবশ্যই্ এই গ্যারান্টি দিতে হবে যে, সিরিয়ার কোনো ভূমি দখলের ইচ্ছে তুরস্কের নেই। পাশাপাশি ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে সিরিয়া ইস্যুতে যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছে এ অভিযানের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন মেজর জেনারেল বাকেরি।   

গত শুক্রবার থেকে তুরস্ক সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা পিপল'স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিপজি'র বিরুদ্ধে স্থল ও আকাশ পথে সামরিক অভিযান শুরু করেছে। তুরস্ক মনে করে, ওয়াইপিজি'র সঙ্গে তুর্কি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সম্পর্ক রয়েছে।

ফোনালাপে তুর্কি সেনাপ্রধান জেনারেল হুলুসি বলেন, বৈধ প্রতিরক্ষা অধিকারের ভিত্তিতে তুরস্ক এ অভিযান চালাচ্ছে তবে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে। পাশাপাশি ইরান ও রাশিয়ার সাথে যেসব চুক্তি ও সমঝোতা রয়েছে সেগুলোর প্রতিও প্রতিশ্রিুবদ্ধ থাকবে তুরস্ক।

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর