২২ জানুয়ারি, ২০১৮ ২১:৩৩

মিয়ানমারে যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া

অনলাইন ডেস্ক

মিয়ানমারে যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া

সংগৃহীত ছবি

মিয়ানমারের কাছে ছয়টি এসইউ-৩০ যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া। পুতিন প্রশাসন এমন সময় মিয়ানমারে যুদ্ধ বিমান বিক্রি করছে যখন রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছে অং সান সু চি প্রশাসন ও তার সামরিক বাহিনী।  

বার্তা সংস্থা আরআইএ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিমান কেনার পাশপাশি মিয়ানমার নিজেদের স্থল ও নৌবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে অন্যান্য সামরিক রসদ কেনার আগ্রহও প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  জাতিসংঘ এই নির্যাতনকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে উল্লেখ করেছে।  পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে মিয়ানমারের ১৩ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  যাদের মধ্যে রাখাইনে বর্বর নির্যাতন চালানোর সময় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত জেনারেল মং মং সোয়ে-ও আছেন।

বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর