২৩ জানুয়ারি, ২০১৮ ০৬:৩৩

অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে গোটা এলাকা, আতঙ্ক

অনলাইন ডেস্ক

অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে গোটা এলাকা, আতঙ্ক

ফিলিপাইনের আলবেই প্রদেশের মেয়ন আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে। গোটা এলাকা ঘন কালো অন্ধকার হয়ে গেছে। আগ্নেয়গিরি থেকে বাতাসে ছাই উড়ছে। মেয়ন পর্বতের এই আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাতের আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। কয়েক হাজারেরও বেশি মানুষকে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে অগ্নুৎপাত বড়সড় আকার নিতে পারে। আশেপাশের গ্রামগুলো ঘন অন্ধকারে ঢেকে গেছে। যদিও এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। এছাড়াও আগ্নেয়গিরির আশপাশ দিয়েও যাতে কোনো বিমান না যায় সেই বিষয়টির প্রতিও বিশেষ খেয়াল রাখা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়ন পর্বতের আগ্নেয়গিরি থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা ছাইয়ে ভর্তি হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি করা হয়েছে বেশ কিছু আশ্রয় কেন্দ্র। প্রায় ৩০ হাজার স্থানীয় বাসিন্দা নিরাপদে আশ্রয় গ্রহণ করেছেন সেখানে।

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর