২৩ জানুয়ারি, ২০১৮ ০৯:৩৯

ভারতকে পাল্টা জবাব দেবে পাকিস্তান: বাজওয়া

অনলাইন ডেস্ক

ভারতকে পাল্টা জবাব দেবে পাকিস্তান: বাজওয়া

আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-ভারত সীমান্ত। চলছে পাল্টাপাল্টি হুমকি। এবার তারই জের ধরে ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া।

গত কয়েকদিন ধরে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকেই দায়ী করলেন বাজওয়া। তার দাবি, এই সমস্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী ভারত। তাই ভারতকে এর পাল্টা জবাব দেবে পাকিস্তান।

সম্প্রতি পাক সীমান্তে অবস্থিত খুইরাত্তা এবং রাত্তা আরিয়ান সেক্টর পরিদর্শনে আসেন বাজওয়া। সেখানেই কমান্ডোদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাকিস্তানের গুলির পাল্টা জবাবে ভারত একের পর এক সেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে গুলির লড়াইয়ে স্থানীয় বাসিন্দারাও প্রাণ হারিয়েছে। সেই বিষয়টি জানার পরই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাজওয়া।

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর