২৩ জানুয়ারি, ২০১৮ ১৪:০১

ভারতীয় উচ্চারণ ভঙ্গি নকল করলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

ভারতীয় উচ্চারণ ভঙ্গি নকল করলেন ট্রাম্প!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভারতীয় উচ্চারণ ভঙ্গিতে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আফগানিস্তানের সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত ইস্যু নিয়ে মোদির সাথে কথা বলতে গিয়ে মোদির ভঙ্গিতেই কথা বলেন ট্রাম্প৷

মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতার সময় মোদির অনুকরণে ভারতীয় উচ্চারণ ভঙ্গিতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট৷ রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প ও মোদির কথোপকথন প্রমাণ করে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র কী করছে, তার উপর নজর রাখছে পুরো বিশ্ব৷ 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নকল করা নিয়ে বহুবার সমালোচিত হয়েছিলেন৷ সমালোচিত হয়েছিলেন বর্ণবিদ্বেষের জন্যও৷ পুয়ের্তো রিকোর উচ্চারণ ভঙ্গিতে তিনি কথা বলেছিলেন হুরিক্যান মারিনার সঙ্গে৷ গত বছর জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজে নিমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্প প্রশাসনে সেটি ছিল প্রথম কোন বিদেশি মন্ত্রীকে আমন্ত্রণ৷ হোয়াইট হাইজে সাংবাদিকদের তিনি জানান, ২০১৪ সালে ট্রাম্প যখন ভারতে এসেছিলেন, মোদী তখন তার সম্পর্কে খুব উষ্ণ মন্তব্য করেছিলেন এবং তাকে পর্যবেক্ষণ করেছিলেন৷ তবে ট্রাম্পের সঙ্গে মোদির শেষ দেখা হয় নভেম্বরে, ফিলিপিন্সের আসিয়ান সামিটে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর