২৩ জানুয়ারি, ২০১৮ ১৮:০৮

জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আহত ৪, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক

জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আহত ৪, নিখোঁজ ১

জাপানের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছে মঙ্গলবার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে সৃষ্ট তুষারধসে চার জন আহত হয়েছেন। এতে অপর একজন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

জাপানের আবহাওয়া সংস্থা আশপাশের বাসিন্দাদের কুসাৎসু শিরানে থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে। এটিকে ‘সক্রিয় আগ্নেয়গিরি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহাইদ সুগা জানান, টোকিওর উত্তরপশ্চিমাঞ্চলীয় গুনমায় এ পর্যটন কেন্দ্রে ভাঙ্গা কাচের টুকরার আঘাতে চারজন আহত হয়েছেন।

স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তা ইয়ুজি শিনোহারা জানান, আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে এ তুষারধস ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় অপর এক কর্মকর্তা জানান, এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর