২৪ জানুয়ারি, ২০১৮ ০৮:৫০

'ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে পতন শুরু ইসরায়েলের'

অনলাইন ডেস্ক

'ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে পতন শুরু ইসরায়েলের'

ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনি জনগণকে হুমকি দিতে চাইছে আমেরিকা ও ইসরায়েল।

তিনি সতর্ক করে বলেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের পতন শুরু হলো।

হামাস নেতা বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করাসহ দুটি কৌশলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মারাত্মক প্রচেষ্টা চলছে। কিন্তু, সারা বিশ্ব যদি বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় তাহলেও ফিলিস্তিনিরা তাদের প্রতিশ্রুতি থেকে সরে আনবে না। চলমান পরিস্থিতিতে তিনি ফিলিস্তিনি জাতির মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বায়তুল মুকাদ্দাস সফরের সময় হামাস নেতা ইসমাইল হানিয়া এসব কথা বলেন।

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর