২৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৬

মিশরে নির্বাচনে অংশ নিতে চাওয়ায় সাবেক সেনা প্রধান গ্রেফতার

অনলাইন ডেস্ক

মিশরে নির্বাচনে অংশ নিতে চাওয়ায় সাবেক সেনা প্রধান গ্রেফতার

সংগৃহীত ছবি

মিশরের আগামী জাতীয় নির্বাচনে জেনারেল আব্দেল ফাতাহ আল সিসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ায় সাবেক চিফ অব আর্মি স্টাফ সামি হাফেজ আনানকে গ্রেফতার করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী মার্চে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে সিসির বিরুদ্ধে দাঁড়ানোর মতো একমাত্র প্রার্থী ছিলেন সামি আনান। গত সপ্তাহে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

এর আগে আনান জানিয়েছিলেন, তিনি মিশরকে ‘ভুল নীতি’র কবল থেকে উদ্ধার করতে চান। সিসির বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর জনপ্রিয়তায় বেশ এগুতে শুরু করেছিলেন আনান। এমনকি মিশরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডও তাকে সমর্থন দিয়েছিল।

মিশরের সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল আনানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ এনেছে।  তাকে বিশেষ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছে কাউন্সিল।

দেশের বাইরে আনানের নির্বাচনী প্রচারণা শিবিরের মুখপাত্র ড. মুহাম্মদ রেফাত বলেছেন, পরিবারের সদস্যসহ প্রচারণা শিবিরের আরো ৩০ কর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে কোথায় আটকে রাখা হয়েছে তা জানা যায়নি।

বিডিপ্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর